1. sylhetmohanagarbarta@gmail.com : সিলেট মহানগর বার্তা :
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।
প্রধান খবর:
মানবিক সাহায্যের আবেদন বাঁচতে চায় ৮ বছর বয়সী শিশু রিয়া মনি সাংবাদিক গোলজারের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন,আত্মার মাগফেরাত কামনায় দোয়া কবি মুহিত চৌধুরীর জন্মদিন আজ ওসমানী হাসপাতালের কর্মচারীরা ওয়ার্ড মাষ্টার রওশন হাবিব ও ৪র্থ শ্রেনীর কর্মচারী আব্দুল জব্বারের হাতে জিম্মি সাংবাদিক তাওহীদকে প্রাণনাশের হুমকিতে অনলাইন প্রেসক্লাবের উদ্বেগ সিলেটে সাংবাদিক তাওহীদুল ইসলামকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি লিডিং ইউনিভার্সিটি থেকে পেশাগত অসদাচরণের দায়ে স্থপতি রাজন দাস চাকুরিচ্যুত নবগঠিত ২৮, ২৯, ৩০,৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডের আওয়ামী লীগের আহবায়ক ও যুগ্ম আহবায়কের নাম ঘোষণা গোলাপগঞ্জ উপজেলার উন্নয়ন মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে মাতিয়েছেন হিল্লোল শর্মা মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের কর্মসূচী

আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে ও তাকে বিজয়ী করার লক্ষ্যে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ মে) রাত ৯ ঘটিকায় দাড়িয়াপাড়াস্থ ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির বাসভবনে ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গৌসুল আলম গেদুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজ আহমদ লিটন ও যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব কুমার রায়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, কোষাধ্যক্ষ লায়েক আহমদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আবুল মহসিন চৌধুরী মাসুদ। এছাড়া বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সভায় ওয়ার্ড আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দ সহ-সভাপতি রথি মোদক, ধর্ম বিষয়ক সম্পাদক  আব্দুল আওয়াল, সদস্য এডভোকেট শুভংকর দাস ও সাইদুল ইসলামের জন্য শোক প্রস্তাব উত্থাপন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা পান্না লাল রায়, সিরাজুল ইসলাম, চিন্ময় দাস, আহমদ কামাল, উত্তম চৌধুরী, জয়দ্বীপ ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলমগীর আহমদ, নাবিল আল আলম, সাংগঠনিক সম্পাদক বিবেক কর, সাঈদুল ইসলাম রাব্বি, সম্পাদক মন্ডলীর সদস্য ভূবন শংকর দাস, সাজ্জাদুর রহমান দুদু, অরিজিত রায়, স্বপন মোদক, আব্দুল মালিক মুন্না, কার্যনির্বাহী সদস্য কাউন্সিলর বিক্রম কর সম্রাট, এডভোকেট অশেষ কর, এডভোকেট সন্তু দাস, শ্যামল চৌধুরী, পংকজ দাস, কেশব সেন, মৃণাল কান্তি দাস, দুলাল দে, আবু তাহের, মো: জাহাঙ্গীর আহমদ, গোলাম কিবরিয়া, খালেদ আহমদ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ২নং ওয়ার্ডে তিনটি সেন্টার রয়েছে। একটি সেন্টার রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় আর দু’টি সেন্টার মদন মোহন বিশ্ববিদ্যালয়  কলেজে রয়েছে। তিনটি সেন্টারে আনোয়ারুজ্জামান চৌধুরীর বিজয় সুনিশ্চিত করার জন্য শক্তিশালী তিনটি সেন্টার কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন।  আগামী ১৪ তারিখের মধ্যে সেন্টার কমিটি গঠন করে মহানগর আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে জমা দেওয়া হবে বলে নেতৃবৃন্দ জানান। নেতৃবৃন্দ আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আনোয়ারুজ্জানকে বিজয়ী করার জন্য আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবার নৌকার বিজয় সুনিশ্চিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: এন আর