সাইফুদ্দিন, নিজস্ব প্রতিনিধি:-
পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলার অধিক জনপ্রিয় সংগঠন হলো “গলাচিপা মানব কল্যাণ সংস্থা- (GMKS)”
প্রতিষ্ঠাতা ও সভাপতি এস,এম সাইফুদ্দিন সালেহী।
সংস্থার সাধারণ সম্পাদক কবি কে এম তুহিন সাহেবের নির্দেশে গলাচিপা উপজেলার সৎ, মেধাবী,চিন্তাশীল, আদর্শবাদ, ও ন্যায়নিষ্ঠ লোকদের নিয়ে কার্যত্রুম পরিচালিত হচ্ছে।
আজ ১৪/০৯/২০ ইং সংগঠনের উপদেষ্টা পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ এবং সভাপতি ও সাধারণ সম্পাদক সাহেবের ভোটে-
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহবায়ক।। সাবেক সভাপতি, অফিসার্স এসোসিয়েশন পবিপ্রবি।। সাবেক সাধারণ সম্পাদক,বঙ্গবন্ধু সমন্বয় পরিষদ পবিপ্রবি।। এবং বর্তমানে পবিপ্রবি এর ডেপুটি রেজিস্ট্রার ড.মোঃ আরিফ আহমেদ জুয়েল সাহেব গলাচিপা মানব কল্যাণ সংস্থা-GMKS এর কার্যনির্বাহী উপদেষ্টা পরিষদের ২নং সিনিয়র সহ উপদেষ্টা নির্বাচিত হন।
২নং সিনিয়র সহ-উপদেষ্টা সাহেবের পরিচিতি:-
নামঃ ড. মোঃ আরিফ আহমেদ জুয়েল
পিতাঃ মৃত. মোঃ জলিল আহমেদ মিয়া
শিক্ষাগত যোগ্যতাঃ পিএইচডি ইন এগ্রোনমি
রাজনৈতিক পদঃ সাবেক আহবায়ক, পবিপ্রবি ছাত্রলীগ।। সাবেক সভাপতি, অফিসার্স এসোসিয়েশন, পবিপ্রবি।। সাবেক সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু সমন্বয় পরিষদ, পবিপ্রবি।
পেশাঃ ডেপুটি রেজিস্ট্রার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
গ্রামঃ মাঝগ্রাম পোঃ সুতাবাড়িয়া
ফোনঃ ০১৭৩৩১৬০০৭১
সংগঠনের সভাপতি সাহেব বলেন , আমরা সত্যি আনন্দিত যে আওয়ামীলীগের ত্যাগী নেতা এবং গলাচিপার একজন পিএইচডি হোল্ডার কে আমাদের প্রিয় সংগঠনের উপদেষ্টা হিসাবে পেয়েছি।
সংগঠনের সকল নেতা-কর্মীদের পক্ষ থেকে, তাকে জানাই প্রাণডালা শুভেচ্ছা ও অভিনন্দন ।
গলাচিপার একঝাঁক তরুন মেধাবীদের নিয়ে এ সংগঠন এগিয়ে যাচ্ছে এবং যাবে ইনশা আল্লাহ ।
Leave a Reply