সাইফুদ্দিন, স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলার অধিক জনপ্রিয়, সামাজিক, সেবামুলক সংগঠণ হলো “গলাচিপা মানব কল্যাণ সংস্থা- (GMKS)”
সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি এস,এম সাইফুদ্দিন সালেহী।
সংস্থার সাধারণ সম্পাদক কবি কে এম তুহিনের নির্দেশে দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে।
আজ বিশেষ বৈঠকে সকলের সিদ্ধান্তক্রমে মোঃ তারিকুল ইসলাম তামিম কে “গলাচিপা মানব কল্যাণ সংস্থা-GMKS এর কার্যনির্বাহী কমিটির ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
মোঃ তারিকুল ইসলাম তামিম সাহেবের পরিচিতিঃ-
নামঃতারিকুল ইসলাম তামিম
পিতাঃআব্দুর রাজ্জাক
শিক্ষাঃ Inter 1st
রাজনৈনিক পদঃ সাংগঠনিক সম্পাদক গলাচিপা সদর ইউনিয়ন, বাংলাদেশ ছাত্রলীগ।
ঠিকানাঃ গলাচিপা মসজিদ মহল্লা ,৫ নং ওয়ার্ড ।
ফোনঃ ০১৭১০৮৩৭২১৩
সংস্থার সভাপতি সাহেব বলেন:- আমাদের উপদেষ্টা পরিষদের মাননীয় সভাপতি জননেতা, জনাব মোঃ শাহ্ আলম সরদার সাহেবের পক্ষ থেকে তার জন্য দোয়া করি মহান বিধাতা যেনো তার সকল আশা পূরন করেন, তার সার্বিক মঙ্গল কামনা করি এবং তাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
গলাচিপা উপজেলার একঝাঁক তরুণ মেধাবীদের নিয়ে এ সংগঠণ এগিয়ে যাচ্ছে এবং যাবে ইনশা আল্লাহ।
Leave a Reply