বিশেষ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর ধলেশ্বরী নদীতে টলার ডুবির ঘটনা ঘটছে। জানা যায় মুক্তারপুর ফেরিঘাট হতে সোমবার সকাল ৭ টায় কাঁচামাল (সবজি) নিয়ে নারায়ণগঞ্জএর উদ্দেশ্যে রওনা দিয়ে মিরেশ্বরাই বাজারে সামনে আসলে বিপরীত দিক থেকে একটি বালু ভর্তি টলার ধাক্কা দিলে ৫জন যাত্রী সহ টলারটি নদীতে তলিয়ে যায়। ৪জন সাতরিয়ে পাড়ে উঠতে পারলেও সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রামেরগাও গ্রামের বাসিন্দা আইউব মুন্সীর ছেলে জয়নাল আবদিন (৪০) নিখোঁজ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্দ্বার কারী দল উদ্দ্বারএর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply