চট্টগ্রাম জেলার নগরীতে মাস্ক না পরায় ৩১ জনকে গুনতে হল জরিমানা।
স্টাফ রিপোর্টার দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
চট্টগ্রাম।
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী মোড়, নিউ মার্কেট, নতুন ব্রীজ এলাকায় করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ও স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকল্পে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় মাস্ক না পড়ায় ৩১ জনকে জরিমানা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
আজ ২৬ নভেম্বর সকাল থেকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী মোড়, নিউ মার্কেট, নতুন ব্রীজ এলাকায় করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ও স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মাস্ক ব্যবহার না করায় নতুন ব্রীজ এলাকায় ১৫ জনকে ১৫ টি মামলায় মোট ১৫৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন পরিচালিত মোবাইল কোর্ট। এসময় জেলা প্রশাসন , চট্টগ্রাম এর পক্ষ থেকে প্রায় ২০০টি মাস্ক বিতরণ করা হয়।
অন্যদিকে কোতোয়ালি মোড়, ও নিউ মার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসেন। এসময় ১৫ টি মামলায় ১৬ জনকে ২৪৩০ টাকা জরিমানা করা হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে ৫০ টি মাস্ক বিতরন করা হয়।
জনস্বার্থে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ও সচেতনতা সৃষ্টির জন্য এই ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান ডিসি স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব হোসেন।
Leave a Reply