জীবনের ঝুঁকি নিয়ে চলছে বুড়ি গঙ্গায় বেআইনি পারাপার।
মোঃ মনোয়ার ইমাম। ভারত নিউজ দাতা। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
যে কোন সময় ঘটতে পারে নৌকা ও স্ট্রিমার ডুবি।যে পারে বহু মানুষের জীবন। এমন ঘটনা ঘটেছে পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দর বন জেলা পুলিশের অধীন নামখানা ও পূর্ব মেদিনীপুরের মধ্যে যোগাযোগ কারি তালপাটি খাটাখাটি নদী পথে র মধ্যে। প্রতিদিন একটি নৌকা যাতায়াত করে বুড়ি গঙ্গা নদী পথে। ভীড়ের চাপে টালমাটাল অবস্থা হয়ে পড়ে এই নৌযান। এবং লকডাউন এর কড়া নির্দেশ সামাজিক দূরত্ব বজায়।সবই লাটে তুলে কে কার আগে নৌকায় উঠতে পারে তার প্রতিযোগিতা।এই দৃশ্য দেখে সাধারণ মানুষ থেকে প্রশাসন নিশ্চুপ হয়ে বসে আছে।এর আগে এই বুড়িগঙ্গা নদী পথে বহ নৌকা ডুবি ঘটে মানুষ এর প্রান গেছে। বহু মানুষের শালিল সমাধী হয়েছে। এখন পর্যন্ত স্হানীয় প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ না করলে আগামী দিনে ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে হবে।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
Leave a Reply