মোঃহৃদয় হোসেন
বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ পুলিশ ঘোষিত একযোগে সারাদেশে একই সময়ে ৬৯১২টি বিটে ধর্ষণ বিরোধী কর্মসূচির অংশ হিসেবে ধর্ষন ও নারী নির্যাতনের বিরোদ্ধে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে আদ্য ১০/১০/২০২০ইং তারিখ রোজ শনিবার সকাল ১০ ঘটিকা হতে ১২.৪৫ ঘটিকা পর্যন্ত মুন্সিগঞ্জ জেলার ৬টি থানায় পোস্টার,লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে একই সময়ে ৭৪টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতনের বিরোদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাজের সকল স্তরের নারী, জনপ্রতিনিধি, শিক্ষক,মসজিদের ইমাম,ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ গ্রহন করেন।তারি ধারাবাহিকতায়,
আজ ১৭/১০/২০২০ ইং গজারিয়া উপজেলার আইন শৃঙ্খলা রক্ষা এবং নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ বিরোধী বিট পুলিশিং কর্মসূচির ২০২০ইং আয়োজন করা হয় বাউশিয়া ইউনিয়ন পরিষদে।
সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মিজানুর রহমান প্রধান।
উক্ত সভায় নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের বিরুদ্ধে আলোচনা করা হয়।মিজানুর রজমান জানান নারী শিশু নির্যাতন যেই করুক নাহ কেনো তার কোনো দল বা সংগঠন নেই তার পরিচয় সে নির্যাতক এবং ধর্ষক। আমি মিজানুর রহমান বাউশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলিতাছি ধর্ষক সে আমার আত্নীয় হক বা যেই হক তার কোনো ক্ষমা নেই।আমার বাউশিয়া কে একটি সুন্দর ইউনিয়নে রুপান্তর করিবো। মদক সেবক, ব্যবসায়ী,ভুমিদস্য,দালাল,নারী নির্যাতক এবং ধর্ষক তাদের কোনো রাস্তা,বা আস্তানা আমার ইউনিয়নে নেই।তাদের মদক দাতা আস্রয় দাতা যেই হক সাবধান।
Leave a Reply