মোঃহৃদয় হোসেন
বিশেষ প্রতিনিধি
আজ সারাদেশের নেয় ১৭/১০/২০২০ইং, গজারিয়ায় টেংগারচর ইউনিয়নে,গজারিয়া থানার বিট পুলিশিং-৩ এর উদ্যোগে নারীও শিশু নির্যাতন সহ ধর্ষণ বিরোধী সত বিনিময়ে সভার আয়োজন করেন বিট পুলিশিং-৩ টেংগারচর ইউনিয়ন পরিষদ। সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেংগারচর ইউনিয়নের চেয়ারম্যান জনাব এস এম সালাউদ্দিন মাষ্টার এবং আরো ছিলেন টেংগারচর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ কামাল মোল্লাহ্ ২নং ওর্য়াড টেংগারচর।সদস্য আতাউর রহমান উওশাহাপুর সহ সকল সদস্য বৃন্দ। সে সময় টেংগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন মোল্লা,২নংওর্য়াড সাধারন সম্পাদক মোস্তফা মোল্লা সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ গন।বিট-৩ পুলিশের সদস্য এস আই মোঃ মাইন উদীন সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।সেখানে আলোচনা হয় নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ সহ বর্তমান বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার উপর।সে সময় এস আই মাইন উদদীন বলেন আপনার পুলিশ আপনার সেবায়। পনাদের যে কোনো সমস্যা আমাদের কে জানান। আমরা বিট পুলিশিং -৩ আপনাদের সেবায় সব সময়। আপনি যে কোনো হয়রানির শিকার হলে তাতক্ষনিক আমাদের জানান কথা দিচ্ছি শতভাগ পাশে পাবেন।
Leave a Reply