অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রিয় মাতৃভাষার মর্যাদা-অধিকার রক্ষা, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত অগণিত শহীদের রক্তে রঞ্জিত দিবসটি সিলেট মহানগর আওয়ামী লীগ বরাবরের মতো এবারও শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ ও পালন করবে। দিবসটি উপলক্ষে কর্মসূচী গ্রহণ করেছে মহানগর আওয়ামী লীগ।
কর্মসূচির মধ্য রয়েছে–সংগঠনের অস্থায়ী কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, সকাল সাড়ে ৮ টায় প্রভাতফেরী সহকারে জিন্দাবাজার পয়েন্ট থেকে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন। প্রত্যেকটি ওয়ার্ডে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে ওয়ার্ড নেতৃবৃন্দের আলোচনা সভা আয়োজন।
উক্ত কর্মসূচীতে মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।
উক্ত কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর।
Leave a Reply