জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত জাতির পিতার জন্মদিনে আলোচনা সভা ও সমাবেশ সহ অন্যান্য কর্মসূচী গ্রহণ করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ।
কর্মসূচীর মধ্যে রয়েছে- ১৭ই মার্চ শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। দুপুর ২টা ৩০ মিনিটে শিশু কিশোরদের অংশ গ্রহণে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা।
১৮ই মার্চ শনিবার বিকাল ৪ ঘটিকায় চৌহাট্টস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত জাতির পিতার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সমাবেশ এবং পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। কর্মসূচীতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।
Leave a Reply