মোঃ আনোয়ার হোসেন,ঝিনাইদহঃ
বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক বিপ্লবী বাঘাযতীন”র ১০৫ তম প্রয়ান দিবস পালিত হয়েছে। শনিবার বিকালে বিপ্লবী বাঘাযতীনের পৈতৃক নিবাস ঝিনাইদহের হরিনাকুন্ডুতে এই দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলার রিষখালী গ্রামে তার পৈত্রিক ভিটায় বিপ্লবী বাঘাযতীন একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
হরিনাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দার,অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, কাজী নাজির উদ্দীনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স সাংবাদিকবৃন্দ।
Leave a Reply