এইচ অার রুবেল : হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় এবছর আমন ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকের চোখেমুখে আনন্দের ঝিলিক। ধানে ধানে ভরে গেছে মাঠ। মাঠে মাঠে সোনালি ধানের ঘ্রাণ। কৃষাণ-কৃষাণীরা গোলা, খলা, উঠুন পরিষ্কার করার কাজে ব্যস্ত।
সরেজমিন ঘুরে দেখা গেছে, আগাম জাতের কিছু কিছু ধান পাকলেও ১০-১৫ দিনের মধ্যে আমন ধান কাটা ও মাড়াই পুরোদমে শুরু হবে। বন্যার কারণে কৃষকের বোর ফসলের ক্ষতি হলেও আমন ধানের ফলন ভালো হওয়ায় আশায় বুক বাঁধছেন কৃষকরা।
ইতিমধ্যে হাটবাজারে নতুন ধান উঠতে শুরু করেছে। বর্তমানে ধানের দামও ভালো। তাছাড়া আগাম ধান কাটার পর আবার একই জমিতে সরিষা চাষ করতে পারবেন কৃষকরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ তমিজ উদ্দিন খান জানান, জেলায় এবার আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২ লক্ষ ১৮ হাজার মেট্রিক টন। আনুমানিক অর্জিত ধরা হয়েছে ২ লক্ষ ২২ হাজার মেট্টিক টনের উপরে। এবছর লক্ষ্যমাত্রার চেয়েও অধিক পরিমাণ জমিতে আমন ফসল অর্জিত হয়েছে।
তিনি আরো জানান, পরিবেশ ভালো থাকায় এবার আমন ধানে বিভিন্ন রকমের রোগবালাই কম হওয়ায় কৃষকরা স্বপ্রণোদিত হয়ে বাড়তি জমিতে আমন ধানের চাষ করেছে, বিধায় এবার আমন ধানের ফলন হয়েছে।
তিনি বলেন, এক বিঘা জমিতে আমন ধান আবাদ করতে খরচ হয় ৭-৮ হাজার টাকা পর্যন্ত। আগাম জাতের উৎপাদনের সময় লাগে ৯০-১০০ দিন। এ থেকে ধান উৎপাদন হয় ১৪-১৬ মণ পর্যন্ত। আর অন্য জাতের ধান উৎপাদনে সময় লাগে ১২০ দিন পর্যন্ত। ধান উৎপাদন হয় ২০-২৫ মণ পর্যন্ত। তবে এবার ধানের দাম পাবে কৃষকরা। বর্তমানে বাজারে প্রতি মণ নতুন ধান বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২ টাকায়।
Leave a Reply