____________________________
মাঈনউদ্দীন মিন্টু দৈনিক বাংলাদেশ একাত্তর সংবাদ নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের দিয়ারা বালুয়া গুচ্ছ গ্রামে হত্যা চেষ্টায় কৃষক লিয়াকত আলী কে চুরিকাগাত করে ছণ্চল মাঝাির লাঠিয়াল বাহিনি।
লিয়াকত অাহত অাবস্তায় কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।এখন পর্যন্ত চেয়ারম্যান লিটন অাহত লিয়াকতের কোন খোঁজ খবর নেয়নি বলে লিয়াকত জানান।
তিনি কোম্পানীগন্জ থানায় একটি অভিযোগ করেছেন।লিয়াকতের দাবি ছণ্চল বাহিনিদের গ্রেপ্তার করেলে এলাকায় মদ জুয়া ইয়বা ব্যবসা চাঁদা বাজি থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে।
তাঁর পরিবার থানা প্রসাশনের সহযোগীতা কামনা করেন।
এলাকা বাসি বলেন সাধারন কৃষক লিয়াকত একজন তরমুজ চাষি লোনা পানিকে কেন্দ্র করে ঘটনার সূএ পাত চণ্ছল মাঝির লোকজন লিয়াকতকে জবাই করে হত্যার চেষ্টা করে। লোকজন জড়ো হলে তার বুকে চুরি মেরে পালিয়ে যায়।
Leave a Reply