মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার
স্বরূপকাঠীতে বিআইডব্লিউটিএ’র মাত্র পাঁচ গজের মধ্যেই আলাদা খেয়া পারাপারের ঘাট নির্মাণ করায় উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ঘাট ইজারাদার। গতকাল স্বরূপকাঠী প্রেসক্লাব বরাবরে লিখিত এক অভিযোগে ইজারাদার জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক কৌরিখাড়া, মিয়ারহাট ও ছারছিনা লঞ্চঘাট তিনটি ২০২০-২০২১ অর্থ বছরে জন্য ইজারা নেয় মোঃ মাহমুদ কবির। বিআইডব্লিউটিএ’র নিয়ম অনুযায়ী উভয় পার্শে ৫০০ গজের মধ্যে লঞ্চঘাট ব্যাতিত অন্য কোন ঘাট বসানো যাবেনা তবে, ঘাট থেকে ৫০ গজ দূরত্ব হলে ইজারাদার প্রয়োজনে ঘাট বসাতে পারবেন কিন্তু নেছারাবাদ(স্বরূপকাঠী) উপজেলা প্রশাসন দীর্ঘ দিন ধরে ছারছিনা খেয়াঘাটের মাত্র ৫ গজের মাধ্যে এবং উত্তর কৌরিখাড়া লঞ্চঘাটের পাশেই নতুন করে অবৈধ ভাবে খেয়াঘাট নির্মাণ করায় মারাত্বক আর্থিক ক্ষতিগ্রস্থ হচ্ছেন ঘাট মালিক । এব্যাপারে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন বলেন, আমরা নতুন করে লঞ্চঘাট বসাইনি। নদীর দুই পারের লোকজনের পারাপারের জন্য খেয়াঘাট বসানো হয়েছে। এবিষয়ে বিআইডব্লিটিএ’র বরিশাল অঞ্চলের যুগ্ন পরিচালক(ভারপ্রাপ্ত) মোঃ আজমল হুদা মিঠু সরকারের সাথে মুফোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছারছিনা ও উত্তর কৌরিখাড়া ঘাটের মাত্র পাঁচ গজের মধ্যে দুইটি ঘাট করা হয়েছে যা বিআইডব্লিটিএ’র আইনের সাথে সাংঘর্ষিক। নিয়মানুযায়ী আমাদের ঘাটের উভয় পার্শ্বের পাঁচশত গজের মধ্যে অন্যকোন সংস্থা বা ব্যাক্তি কোন ঘাট করতে পারবে না। আমার কাছে একটা লিখিত দরখাস্ত এসেছে আমি স্বরূপকঠীর এসিল্যান্ড(সহকারি কমিশনার, ভূমি) কে লিখিত ভাবে জানাব প্রয়োজনে ডিসি সাহেবকেও চিঠি দেব তারা যে ঘাট করেছে সেটা নিয়ম বহিঃর্ভুত। এঘাট করায় বিআইডব্লিউটিএ ক্ষতিগ্রস্ত হবে, ওখানে ঘাট নিয়ে সংঘর্ষ হলে তার দ্বায়ভার কে নেবে?
Leave a Reply