জান্নাত জাহা নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সোনারগাঁও উপজেলার ছোট শিলমান্দি এলাকায় ক্যানটেকী গার্মেন্টসের সামনে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।
তারা হলেন- রুহান (১৮), মিজান (১৮) ও মো. রানা (২২)।
থানা সূত্রে জানা যায়,আটককৃত ডাকাত রুহান হোসেন সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী মজলিস গ্রামের মোঃ দুলালের ছেলে, ডাকাত মিজান একই গ্রামের মনির হোসেনের ছেলে এবং ডাকাত মোঃ রানা কুমিল্লা জেলার মেঘনা থানার লক্ষনখোলা গ্রামের রুকু মিয়ার ছেলে।
বুধবার (৩০ ডিসেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মহাসড়কে পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রায় সময় ডাকাতির প্রস্তুতি নেয় একদল সংঘবদ্ধ ডাকাত দল। তাদের আটকের জন্য আমাদের থানা পুলিশ নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৯ ডিসেম্বর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত সদস্যকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে পুলিশ তৎপর রয়েছে।
Leave a Reply