মোছাঃ জান্নাত জাহাঃ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুরের বেঙ্গল জুট মিলের পিছনে শীতলক্ষ্যা নদীতে একটি অঙ্গাত লাশ উদ্ধার করে সোনারগাঁ থানার পুলিশ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ শীতলক্ষা নদীতে ভেসে আসা ২থেকে ৩ দিনের পুরাতন অঙ্গাত লাশ উদ্ধার করেন। তিনি আরো জানান,জরুরী সেবা ৯৯৯ এর মাধম্যে সংবাদ পান যে অঙ্গাত নামা পুরুষ (৩০) এর ২থেকে ৩ দিনের লাশ পাওয়া যায়। তারপর,নৌ পুলিশের এস আই (নি:)আ:বু আলিমের সহায়তা লাশ উদ্ধার করে।আরো জানান, অঙ্গাত লাশের সুরতহাল রির্পোট প্রস্তুত পূর্বক আইন গত অবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply