জান্নাত জাহা নিজস্ব প্রতিনিধিঃ
সন্ত্রাসী দিয়ে সাংবাদিক সামির সরকারকে হত্যা করে লাশ গুম করার জন্য এক ব্যাক্তিকে( ৫০হাজার) টাকা দিয়েছে রুমা আক্তার নামে এক নারী ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে। এ ঘটনায় সাংবাদিক সবুজ সরকার গত শনিবার শ্বরাষ্ট্র মন্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি)এবং রোববার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর লিখত অভিযোগ দায়ের করেন।অভিযোগকারী সবুজ সরকার সামির সোনারগাঁও পৌরসভা এলাকার বাসিন্দা। দৈনিক রুপালি বাংলাদেশ ও দৈনিক ভোরের সময় পত্রিকায় সোনারগাঁ উপজেলা প্রতিনিধি। বিবাদী রুমা আক্তার সোনারগাঁ বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকায় রতন সরকারের স্ত্রী ও পিরোজপুর ইউনিয়নে মেঘনা শিল্পনগরী কাদিরগন্জ এলাকার সোহেল রানার মেয়ে। সাংবাদিক সবুজ সরকার সামির হত্যা পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে সোনারগাঁ উপজেলা সাংবাদিক মহল,তারা তদন্ত স্বাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহন করার জন্য আহ্বান জানান।
Leave a Reply