আবু ইউসুফ বিশেষ প্রতিনিধি। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ। সিলেট বিদ্যুৎকেন্দ্রে আগুন
সিলেট : কুমারগাঁওয়ে বাংলাদেশ পাওয়ার গ্রিড ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ উপ কেন্দ্রে আগুনের ঘটনায় পুড়েছে ৭০ কোটি টাকার (২টি) ট্রান্সফরমার।
২৫/৪১ এমবিএ ট্রান্সফরমার দুটি বাইরের দিক পুড়ে গেছে তবে ভেতরে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্টরা। আগুনে ওই ট্রান্সফরমার ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৩ কেভি ফিডার ও বার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে সিলেট নগরের উপকন্ঠ কুমারগাঁওয়ে ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
আগুন নেভাতে ছুটে আসে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট। প্রায় একঘণ্টা চেষ্টার আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
এদিকে আগুনের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে সিলেট নগরী, আশপাশের বিভিন্ন এলাকা, ছাতক ও সুনামগঞ্জ প্রায় সাড়ে চার লাখের মতো গ্রাহক ভোগান্তিতে পড়েন।
বিদ্যুৎ বিপর্যয় সৃষ্টিতে পানি সরবরাহ, ইলেকট্রনিক ও ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার বন্ধ হয়ে পড়ায় সরকারি বেসরকারি কাজকর্ম ব্যাহত হয়। আরো দুর্ভোগে পড়েন বাসাবাড়িসহ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অসুস্থ মানুষ।
বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেটর প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন জানান, প্রায় ৪ লাখ ৩০ হাজার গ্রাহক তাদের। এরমধ্যে প্রায় ৩ লক্ষাধিক গ্রাহক বিদ্যুৎ বিপর্যয়ে পড়েছেন। কাটিয়ে উঠতে করা হচ্ছে যথাসাধ্য চেষ্টা, বিশ্রামহীন কাজ করে চলছে গ্রিড উপ কেন্দ্রের লোকজন। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেননি তিনি।
আগুন লাগার কারণ খুঁজে বের করতে গঠন করা হবে তদন্ত কমিটি এমন তথ্য জানিয়ে সিলেটে জেলা প্রশাসক ডিসি এম কাজি এমদাদুল ইসলাম জানান, জনসাধারণ যেন বিক্ষুব্ধ না হয় সেজন্য মাইকিং করে জানিয়ে দেয়া হয়েছে। সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
Leave a Reply