.
এস.এম নুরনবী, স্টাফ রিপোর্টারঃ
বিবস্ত্র নোয়াখালী বিবস্ত্র বাংলা,
এখনও নীরব কেন সরকারি কামলা ??
রেহাই পায় নাই ৭১’এর হায়নায়,
জয়বাংলার হাতিয়ার গর্জে উঠুক বারবার ।
স্বাধীন দেশে ধর্ষণ কিসের ??
ওরা ধর্ষক, আমরা দর্শক, পার্থক্য কোথায় ??
হে যুবক তুমি হইও না, নারী ধর্ষণের হাতিয়ার…
তুমি হবে নারী জাতির ইজ্জত রক্ষার তীক্ষ্ণ তলোয়ার ।
স্বাধীনতার ৪৯’এ এসেও আজ,
আমার এক মায়ের আত্মচিৎকার
” এ রে আব্বা রে ”
তোরা আমায় দে একটু নিস্তার ।
আমরা লজ্জিত, বাংলা মা ধর্ষিত
কোথায় আমার স্বাধীন, সার্বভৌমত্ব ??
নারী তুমি জয়া, জননী, তুমি দেশ
ধর্ষিতা আজ আমার স্বাধীন বাংলাদেশ ।
কি হবে ‘যুবক’ বেঁচে থেকে এ বাংলাতে ??
যেখানে মা বোনরা ধর্ষিতা হয় দিনে রাতে…
যৌবনে মেতে ওঠো অবৈধ যৌনতায়,
পারো যদি বলি দাও… মানুষরূপী মালিন্য ।
দেশ করে উন্নয়ন হয় না মানোন্নয়ন,
করুণ পরিণতি চলছে ধর্ষণ নীতি…
কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে ??
যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে…!!!
লেখকঃ সায়েম বিশ্বাস
Leave a Reply