বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০.
আবু ইউসুফ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ নিজস্ব প্রতিনিধি।
এবার সাশ্রয়ী ৫জি পিক্সেল ফোন আনলো গুগল। বুধবার গুগলের ঘোষণায় অনুমান করা যেতে পারে, মূল্য সচেতন ভোক্তাদের জন্য নিজেদের নতুন ফোন আনছে তারা। সিএনএন জানিয়েছে, গুগলের নতুন পিক্সেল ৫-এর দাম শুরু হবে ছয়শ’ ৯৯ ডলার থেকে, আর পিক্সেল ৪এ ৫জি স্মার্টফোনটির দাম পড়বে চারশ’ ৯৯ ডলার। গত বছর এ সময়টিতেই পিক্সেল ৪এ বাজারে এসেছিল। গুগল ওই সময় স্মার্টফোনটির দাম ধরেছিল তিনশ’ ৯৯ ডলার। নিজেদের নতুন ফোনের দাম কমাতে গিয়ে স্মার্টফোনের কিছু বিষয়ে ছাড় দিতে হয়েছে গুগলকে। আগের পিক্সেল ফোনের মতো এবারের ফোনগুলোকে গুগল শক্তিশালী করতে পারেনি। স্যামসাং ও অ্যাপল ডিভাইসের চেয়ে তুলনামূলক কম শক্তিশালী প্রসেসর ও পর্দা ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। নিজেদের নতুন পিক্সেল ৪এ ৫জি’কে পানি নিরোধীও করতে পারেনি তারা। তবে, পিক্সেল ৫কে পানি নিরোধী করেছে প্রতিষ্ঠানটি। তবে, ক্যামেরা প্রযুক্তিতে ছাড় দেয়নি গুগল।
Leave a Reply