মহসিন মিজবাহ ,
সালথা (ফরিদপুর)
ফরিদপুরের সালথা উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সুজন শেখ (১৮) সে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের দক্ষিণ পাড়ার কুদ্দুস শেখের ছেলে। আজ (১২ অক্টোবর) দুপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু হয়।
স্থানীয়দের সূত্রে জানায়, দুপুরে সুজন শেখসহ তিন জন মিলে বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটতে পার্শ্ববর্তী মাঠে যায়, দুজন ঘাস নিয়ে বাড়িতে ফেরে আসে। ঐই দুজকে সুজন জানায় সে পরে যাবে। তারা চলে আসার কিছু সময় পরেই হালকা বৃষ্টির সাথে বজ্রপাতে হওয়ায় সুজনের মৃত্যু হয়।পরিবারের লোকজন সুজনের কোন খোজ না পেয়ে খোজাখুজি করে এবং বিকাল পাঁচটার দিকে সুজনের মা মাঠের মধ্যে তার মৃত্যুর দেহ পরে থাকতে দেখে। তারপর নিহত সুজনের লাশ বাড়িতে নিয়ে আসে। সুজনের মৃত্যুতে এলাকায় শোকাকের ছায়া নেমে এসেছে।
মহসিন মিজবাহ
সালথা ফরিদপুর
১২ অক্টোবর ২০২০
Leave a Reply