সাইফুদ্দিন, নিজস্ব প্রতিনিধিঃ আজ ০৬ অক্টোবর ২০২০ তারিখ রোজ মঙ্গলবার সকালে সারাদেশে শিশু ও নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি’র কাউখালী উপজেলার উদ্দ্যেগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উক্ত মানববন্ধনে নেতৃত্ব দেন কাউখালী উপজেলা উপদেষ্টা আবদুল লতিফ খসরু ও কাউখালী উপজেলা সভাপতি নুরুজ্জামান খোকন। মানব বন্ধনে উপস্থিত ছিলেন আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি’র স্বেচ্ছাসেবক, শিক্ষক, সাংবাদিকসহ সকল স্তরের ছাত্রজনতা।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে যে হারে শিশু ও নারী ধর্ষণ বাড়ছে তা আইয়ামে জাহেলিয়াতের যুগ ছাড়িয়েছে। এমতাবস্থায় এই কুলাঙ্গার জারোজ সন্তানদের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। এই জঘন্যতম অপরাধে যারা জড়িত তাদের প্রকাশ্যে ক্রোস ফায়ার দেওয়ার মাধ্যমে বিচার করতে হবে। এ ব্যাপারে দ্রুত সংসদে আইন পাশ করতে হবে। অপরাধীদের পক্ষে কোন আইনজীবী আদালতে না দাঁড়ানোর জন্য আহ্বান জানান।
Leave a Reply