মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।
বরিশালে মুরগি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে ভাসুুর। গত শনিবার (২ জানুয়ারী) রাত ৮টার দিকে নাসিমা বেগম (৫৫) নামের ওই নারী বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মৃত্যুবরণ করেন।
এই হামলায় আহত তার স্বামী এনছান শরীফ সেখানে চিকিৎসাধীন আছেন। এর আগে স্বামী-স্ত্রীকে গত ২৯ ডিসেম্বর রাতে বড় ভাই সুলতান শরীফ, তার ছেলে জাকির শরীফ, জলিল শরীফ, রাসেল শরীফ, এনিসহ পরিবারের সদস্যরা পিটিয়ে আহত করে। ঘটনাটি বরিশাল সদর উপজেলার কুন্দিয়ালপাড়া গ্রামের।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর আপন বড় ভাই সুলতান শরীফ পূর্ববিরোধের জেরে ছোট ভাই এনছান শরীফের পালিত মুরগি মেরে ফেলেন। এই বিষয়টির প্রতিবাদ করায় ২৯ ডিসেম্বর রাত ৯টার দিকে বড় ভাই সুলতান শরীফ ও তার পরিবারের সদস্যদের তুমুল বিরোধ সৃষ্টি হয়।
এর জের ধরে সুলতান শরীফ, তার ছেলে জাকির শরীফ, জলিল শরীফ, রাসেল শরীফ ও এনিসহ পরিবারের সদস্যরা একত্রিত হয়ে এনছান শরীফ ও তার স্ত্রীর ওপর হামলা করে। এতে স্বামী-স্ত্রী উভয়ে গুরুতর আহত হলে উদ্ধার করে শেবাচিম হাসপাতালের নিয়ে যায়। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পরে শনিবার রাতে গৃহবধূ নাসিমা বেগমের মৃত্যুবরণ করেন।
গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে রাতে শেবাচিম ছুটে যান বরিশাল পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়
Leave a Reply