সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার অন্যতম আসামি সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে আদালতে শেষ সাফাই সাক্ষ্য দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ন মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবিরের আদালতে তিনি সাফাই সাক্ষি দিলে সরকারপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। জনাকীর্ণ আদালতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের বক্তব্য রেকর্ড করেন। আগামী ৬ জানুয়ারি আলোচিত এই মামলার যুক্তিতর্কের (আরগুমেন্টের) দিন ধার্য করেছে আদালত। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাফাই সাক্ষিতে বলেন, ঘটনার দিন ২০০২ এর ৩০ আগস্ট মামলার আসামি হাবিবুল ইসলাম হাবিব ঢাকায় স্বেচ্ছাসেবক দলের এক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওইদিন তিনি সাতক্ষীরায় ছিলেন না। তিনি বলেন, আমি সাফাই সাক্ষি দিয়েছি। হাবিব নির্দোষ। কারণ তিনি সেদিন সাতক্ষীরায় ছিলেন না। তিনি বলেন আমরা ন্যায় বিচার পাবো বলে আশা করছি।
সরকারপক্ষে সাতক্ষীরার পিপি অ্যাড.আবদুল লতিফ বলেন, সাফাই সাক্ষি রিজভীকে জেরা করা হয়েছে। আগামি ৬ জানুয়ারি মামলার যুক্তিতর্ক প্রদর্শনের দিন ধার্য রয়েছে।
এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন মৃধা ও পিপি এ্যাড. আব্দুল লতিফসহ কয়েকজন। অপরদিকে, আসামীপক্ষে ছিলেন বাংলাদেশ হাইকোর্টের অ্যাড.শাহানারা আক্তার বকুল, সাতক্ষীরার অ্যাড. আব্দুল মজিদ(২), অ্যাড. মিজানুর রহমান পিন্টু ও অ্যাড. কামরুজ্জামান ভুট্টোসহ কয়েকজন। উল্লেখ্য: ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষিতা এক নারীকে দেখতে আসেন। তিনি ঢাকায় ফেরার পথে কলারোয়া বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলার অভিযোগ উঠে তৎকালিন তালা-কলারোয়া আসনের সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সংক্রান্ত মামলায় প্রথম দফায় ২৭ জনকে আসামি করা হলেও পুনঃতদন্ত শেষে
Leave a Reply