বিশেষ প্রতিনিধি-
সাংবাদিক ফোনের ও স্ট্যাটাস থেকে নিয়ে…
ছবির অজ্ঞাত দুর্ধর্ষ চোর শুক্রবার দুপুরে আমার ব্যবহৃত ডিসকোভার মোটরসাইকেলটি আমারই চোখের সামনে থেকে চুরি করে নিয়ে যায়।আমি তাকে পিছনে পিছনে নোয়াখালী জেলার কোম্পানীগজ্ঞ উপজেলার মুসাপুর ইউনিয়নের বাংলাবাজার পর্যন্ত ধাওয়া করেও ধরতে পারিনি।ওই দিন দুপুর ১ টা ২৩ মিনিট ৫৪ সেকেন্ডে রাস্তার পাশের দোকানের সিসিটিভি ফুটেজে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে।ধারনা করা হচ্ছে চোর চক্রটি কোম্পানীগজ্ঞ উপজেলার হবে।তাদেরকে সহায়তাকারী আমার এলাকার চক্রটি প্রশাসন ও আমাদের নজরধারীতে রয়েছে।এই চোর চক্রকে ধরতে সকলের সহযোগীতা কামনা করছি।এই চোরের সন্ধানদাতাকে উপযুক্ত সম্মানি দেওয়া হবে।এ ঘটনায় আমি লিখিত অভিযোগ দিলে সোনাগাজী মডেল থানা পুলিশ সেটি এজহার হিসেবে অন্তভুক্ত করেন।প্রাথমিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার সহকর্মী সাংবাদিকৃবৃন্দ ও মডেল থানার ওসি সাজেদুল পলাশ ও উপপরিদর্শক বেলায়েত ভাইকে।
মোটরসাইকেলটির নাম্বার ফেনী-হ ১২-০৬৪৫ মোটরসাইকেলটির চেসিস নং-MD2A15BZ9HWK96505
ইঞ্জিন নং-JZZWHK20723
যদি কেউ মোটরসাইকেল ও চোরের সন্ধান পান দয়া করে ০১৮২৯৯১৩৭১৫ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।একই সাথে পোষ্টটি শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করছি
Leave a Reply