======================
মাঈনউদ্দীন মিন্টু নোয়াখালী জেলা প্রতিনিধিঃনোয়াখালী বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজারে একটি মামলার পিবিঅাইয়ের তদন্ত চলাকালীন সমময়ে অাজ ১৪/৯/২০২০ইং সকালে প্রতি পক্ষ দেলোয়ার সমর্থীত রকিবের সাংঙ্গো -পাঙ্গোরা সাংবাদিক পলাশের উপর হামলা চালায় এতে সাংবাদিক পলাশ অাহত হয়ে পড়ে স্হানীয় লোকজন তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান।এই ঘটনায় স্হানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা ও অপরাধীকে গ্রেপ্তারের দাবী জানান।সরজমিনে গিয়ে জানাযায়,বাংলাবাজারে সাংবাদিক পলাশের একটি দোকান ঘর প্রতি পক্ষ দেলোয়ার গংরা জবর দখল করে রাখে এই নিয়ে বিরোধের জের দেলোয়ারের লোকজন এর অাগেও সাংবাদিক পলাশের উপর হামলা চালায়। অাজ সকালে পিবিঅাই এসঅাই মোবারক হোসেন সরকার জানান অামি তদন্তে গিয়েছি,অপরিধি দের বিরুদ্বে অাইন গত ব্যবস্হা নেওয়া হবে।সাংবাদিক পলাশ অারো বলেন প্রতি পক্ষ অামার দোকান ঘর জবর দখল করে অন্যের কাছে ভাড়া দিয়ে রাখছে এক বছরের ও বেশি।বেগমগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা(ওসি) হারুনুর রশিদ জানান, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্বে অাইনগত ব্যবস্হা নেওয়া হবে।
Leave a Reply