ভ্রাম্যমান প্রতিনিধি।
দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
স্বাধীনাতা তুমি বলেছিলে মোরে
আমাকে একটু রক্ত দাও,
মুক্তি দেব তোরে।
রক্ত নয় জীবন ও দিলাম ইজ্জত দিলাম।
আমার পাওনা আমি কি পেলাম।
চন্দ্রঘোনা কেপিএম মিলের সাবেক ফোরম্যান ৮০ বছরের এই মৃত্যুপথযাত্রাী মোঃ দেলোয়ার হোসেন দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ কে বলেন আমার কাছে তোতা মিয়া চাঁদা চাইলে আমি চাঁদা দেয়া অস্বীকার করলে আমাকে নির্মমভাবে মারতে থাকে
কেন আমার রক্তাক্ত হতে হল?
জবাব কে দেবে? আজ আমরা নিজের দেশেই পরাধিন।কেউ নেই এই সব দেখার।
রক্তাক্ত চাচা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কোন অজানা ভাবনা নিয়ে,জানিনা চাচা কিসের হিসেব মেলাচ্ছে? বড় কষ্ট হয়।
স্হানীয় কুখ্যাত সন্ত্রাসী তোতা মিয়া রক্তাক্ত করেছে এই চাচাকে। চাচার নাকে মুখে মাথায় আঘাতের পর আঘাত করে।
বর্তমানে তিনি মুমুর্ষ অবস্থায় নোয়াখালী হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আরো অবগত হলাম,সস্ত্রাসী তোতা মিয়া পরিবারের বাকি সদস্যদের হুমকি দিচ্ছেন।
আমি বেগমগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি, অপরাধীকে দ্রুত আইনের আওতায় এসে শাস্তির ব্যবস্থা করুন।
অবুঝ শিশু ধর্ষণ হয়,৮০ বছরের বৃদ্ধা শরীর রক্তাক্ত হয়। জাতীকে আর কত অপমানিত করবেন।
দুনিয়া হয়তো তোমাদের দখলে,কাল কেয়ামতের মাটে ঠিকই জবাব দিতে হবে।
আমি সন্ত্রাসী তোতা মিয়ার বিচার দাবী যানাচ্ছি এবং বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে দৃষ্টি আকর্ষণ করছি সন্ত্রাসী তোতামিয়া কে দ্রুত আইনের আওতায় আনা হোক
সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
Leave a Reply