মিজানুর রহমান মিলন ,শাজাহানপুর ( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর থানার অন্তর্গত সাজাপুর পন্ডিত পাড়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আফতাব হোসেন পেতার(৪৯), পিতা-মৃত জবেদ আলী কে ২:০০(দুই) গ্রাম হেরোইনসহ আটক করেন শাজাহানপুর থানার এসআই মোঃ শামীম হাসান ও তার সঙ্গীয় ফোর্স । ইতিপূর্বে তার বিরুদ্ধে ৯ টি মাদকের মামলা রয়েছে। তার পরিবার সংবাদ সম্মেলন করে মাদক ব্যবসা ছেড়ে দিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছিল। কিন্তু এটি ছিল তাদের একটি চক্রান্ত। বরং তারা সুচতুরভাবে আড়ালে রমরমা মাদক ব্যবসা করে আসছিল। এসআই শামীম হাসান জানান, সাজাপুর পন্ডিত পাড়া গ্রামের জনৈক ইয়ানুরের সীমের জমির মাজার নিচে বসে মাদক বিক্রি করার জন্য অবস্থান কালে তাকে ২ গ্ৰাম হেরোইনসহ হাতেনাতে গত ১৮ জানুয়ারি সোমবার গ্রেফতার করা হয়। আফতাব হোসেন পেতার মাদকসহ গ্রেফতার হওয়ায় শাজাহানপুর থানা এলাকাসহ সাজাপুর পন্ডিত পাড়া গ্রামের সাধারণ মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছে। গত ১৯ জানুয়ারী মঙ্গলবার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply