মাঈনউদ্দীন মিন্টু দৈনিক বাংলাদেশ একাত্তর সংবাদ নোয়াখালী জেলা প্রতিনিধিঃ-
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ৩নং ওয়ার্ড করালিয়া অাহম্মেদ উল্লাহ মুন্সী বাড়ির মরহুম হুমায়ন কবির মিয়ার ২য় ছেলে অাবুল খায়ের সোহেল ৪৫ রাত ১১ঘটিকার সময় ইন্তেকাল করেছেন!ইন্নালিল্লাহে ওইন্নাইলাহে রাজেউন। সোাাহেল বসুরহাট পৌরসভার সামনে ফ্যামেলি মার্টের বিশিষ্ট ব্যবসায়ী তিনি দুই সন্তানের জনক অসংখ্য বন্ধু বান্ধব রয়েচে সোহেল সকলের কাছে প্রিয় ছিলেন রাজনৈতিক ভাবে ব্যারিষ্ট্রার মওদুদ আহমদের ভক্ত ছিলো। সোহেলের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় এক শোকের ছায়া নেমে অাসে।অাগামী কাল সকাল ১০ঘটিকায় করালিয়া অাহম্মদ উল্লাহ মুন্সী বাড়ির জামে মসজিদের সামনে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে এবং পাশে পারিবারিক কবরস্থানে দাপন করা হবে।
Leave a Reply