ঝিনাইদহ জেলা প্রতিনিধি। মোঃ আনোয়ার হোসেন।
ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় সুফিয়া বেগম (৫৫) নামের এক মহিলা নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৫ জন। হামলায় বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে।
সোমবার সকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া কারিগর পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়,ভাটবাড়িয়া কারিগর পাড়ার জালাল উদ্দিন ওরফে বদরের ছেলে হিরোকের সাথে প্রতিবেশী আলাল উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে সোমবার সকালে প্রতিপক্ষ আলাল ও রেজাউলের নেতৃত্বে হিরোকের বাড়ীতে হামলা চালায়। হামলায় হিরোকের মা সুফিয়া বেগম নিহত হয় ও আহত হয় আরো ৫ জন।
এসময় হামলাকারীরা দুটি বাড়ী ভাংচুর করে। আহতদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান,নিহতের মৃতদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply