মোঃ আনোয়ার হোসেন,
ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার প্রথমে শৈলকুপা প্রেসক্লাব কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় অনুষ্ঠানে শৈলকুপা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক বাংলাদেশ পোষ্ট এর রোভিং সংবাদ দাতা দেলোয়ার কবীর সহ উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে নবাগত ইউএনও সকল ধরনের সহযোগিতা কামনা করেন। এছাড়া সাংবাদিকদের পক্ষ থেকে তাকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
Leave a Reply