খোন্দকার আব্দুল্লাহ বাশার।
ভ্রাম্যমাণ প্রতিনিধি।
দ্বিতীয় ধাপে ঝিনাইদহের শৈলকুপা পৌর নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থী তৈয়বুর রহমান খানকে দল থেকে বহিস্কার করা হয়েছে। তৈয়বুর রহমান দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে মেয়র প্রার্থী হলে তাকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে রবিবার দুপুরে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের জরুরী সভায় তাকে দল থেকে বহিস্কার করা হয়। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল হাই ও সাধারণ সম্পাদক মেয়র সাইদুল করিম মিন্টুর স্বাক্ষরিত বহিস্কারের চিঠি সাংবাদিকদের দেওয়া হয়।
এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সংগাঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ জানান, বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড কর্তৃক শৈলকুপা পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী হিসাবে কাজী আশরাফুল আজম কে মনোনয়ন দেওয়া হয়। তার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় গঠনতন্ত্র মোতাবেক শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের সদস্য ও পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক বিদ্রোহী মেয়র প্রার্থী তৈয়বুর রহমান খানকে আওয়ামীলীগ থেকে বহিস্কার করা হয়েছে।এব্যাপারে আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থী তৈয়বুর রহমান খানের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
Leave a Reply