কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
মানুষ মানুষের জন্য একটু সহযোগিতা হতে পারে স্বামীহারা বৃদ্ধ হামেজানের স্বপ্নপূরণ। শেষ বয়সে একটি নতুন ঘর ও বিদ্যুৎ সংযোগের স্বপ্ন দেখেন হামেজান বেগম (৮৫) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের পল্লী গ্রামের আঁকা বাঁকা পথ পেরিয়ে হামেজানের বাড়িতে জেতে হয় । হামেজানের পরিবারে একটি সন্তান রয়েছে তিনি দিনমজুর নুন আনতে পান্তা ফুরায় অনেক কষ্টের সংসার যাপন করেন তিনি এলাকাবাসীরা তাকে বিভিন্ন সময় সহযোগিতা করে। কিন্তু তার স্বপ্ন পূরণ হয়না সমাজের বিত্তবানরা যদি তার সহযোগিতায় এগিয়ে আসে তাহলে হয়তোবা স্বামীহারা বৃদ্ধ হামেজানের হয়তো স্বপ্ন পূরণ হতে পারে।মহৎ মানুষের মহান ভালোবাসার হাত ছড়িয়ে পড়ুক সবখানে। উল্লেখ্য হামেজানের বাড়িতে নেই কোন থাকার ভালো ঘর, নেই বিদ্যুৎ সংযোগ। বয়সের ভারে নুয়ে পড়লেও পাননি এখনো বয়স্ক কিংবা বিধবার ভাতার কার্ড। এলাকাবাসীর দাবি সরকারি সকল সহযোগিতা থেকে বঞ্চিত না হন এ বিষয়ে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।
Leave a Reply