রাজশাহী প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে রাজশাহী জেলা পরিষদ। সোমবার সকালে জেলা পরিষদ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৈরি জেলা পরিষদ। তিনি ক্ষমতায় এসে জেলা পরিষদের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখেন। তাঁর সময়ে যে উন্নয়ন হয়েছে, অন্য কোনো সরকারের আমলে বাংলাদেশের এতো উন্নয়ন হয়নি। তার নেতৃত্বে দেশ শান্তিতে থাকুক, দেশ আরো এগিয়ে যাক। সৃষ্টিকর্তা তাঁকে সুস্থ ও দীর্ঘজীবন দান করুক।
আলোচন সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদ সদস্য আবদুল ফজল প্রামাণিক ও আবু জাফর প্রামাণিক, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মাশুক-ই-মোহাম্মদ ও প্রধান হিসাবরক্ষক আবদুল মান্নান প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ খলিলুর রহমান।
Leave a Reply