আবু ইউসুফ নিজস্ব নিউজ রুম।
শিল্পীর নিপুন হাতের ছোয়ায় কাঠের তৈরী এক জিবন্ত ভাষ্কর্য । নেত্রকোনা জেলার বারহাট্রা সদরে নিজ হাতে ছয় বছর অক্লান্ত পরিশ্রমে সফল ও পরিতৃপ্ত এই কাঠ মিস্ত্রী ।
মনের মাধুরীতে গড়া এই শিল্প কর্মটি সর্বদাই সাদা কাপড়ে পরম যত্নে ডেকে রাখেন।দেখে মনে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জিবন্ত প্রতিচ্ছবি।
নির্লোভ পরিশ্রমী এই শিল্পীর শেষ ইচ্ছা তার এই শিল্পকর্ম টি যেন বঙ্গবন্ধু যাদুঘরে শোভা পায় ।
আমরাও চাই শিল্পীর ইচ্ছার প্রতি শ্রদ্ধা প্রদর্শন পুর্বক ভাষ্কার্যটি বঙ্গবন্ধু যাদুঘরে স্থান পাবে বলে তিনি আশাবাদী। সুত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
Leave a Reply