ভারত থেকে মনোয়ার ইমামঃ
পশ্চিম বাংলার রাজ্যে সভাপতি শ্রী অশোক সরকার। এদিন প্রেস ব্রিফিং দিতে গিয়ে তিনি বলেন আমরা বাঙ্গালী ও আদিবাসী বিকাশ পার্টি এবং উওরবঙ সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধে লড়াই করতে চলেছেন।যদি জঙ্গল মহলের কোন দল তাদের সমর্থন করে তাহলে তারা তাদের সঙ্গে আসতে পারে। শ্রী অশোক সরকার অভিযোগ করেছেন যে, বিজেপি দল ক্ষমতায় এসে অসম ও ত্রিপুরা সহ সহ বিভিন্ন যায়গায় বাঙ্গালী হিন্দু ও মুসলিম ধর্মপ্রাণ মানুষের উপর অত্যাচার এবং জুলুম নির্যাতন করছে।এই বিজেপি দল যদি পশ্চিম বাংলার মসনদে আসে তাহলে অসম ও ত্রিপুরা র পুনরাবৃত্তি হবে।তাই এই দল কে ক্ষমতায় না আনলে ভাল।যদি আমরা প্রাথী দি তাহলে বহু যায়গায় বিজেপি র ভোট কাটাকাটি হবে। তাতে কিছু যায় আসে না বলে জানিয়েছেন।তারা মহারাষ্ট্রে মত পশ্চিম বাংলার মাটিতে ক্ষমতায় আসতে চায় বলে দাবি করেছেন।। ভারত এর কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
Leave a Reply