নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমড়াদি গ্রামের নজরুল ইসলামের বাসার ভাড়াটিয়া বাদলের ছুরিকাহতে স্ত্রী নাজমা ( ৪৫) ও নজরুল ইসলাম(৬০) স্ত্রী মনোয়ারা (৫০) নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত ভোরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে আহত হয়েছে আরো দুইজন।
এলাকা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে, বাদল মিয়া তার স্ত্রী নাজমা বেগমকে ছুরি কাহাত করে এবং নজরুল ইসলামের স্ত্রী মনোয়ারা বাঁচাতে আসলেও তাকেও ছুরি কাহাত করে বাদল, এ ঘটনায় আরো আহত হয়ে নজরুলের মেয়ে কুলসুম (১৮) ও নাজমার ছেলে।
বাদল মিয়া একজন কঠ মিস্ত্রি।
এ বিষয়ে খুনি বাদলকে আটক করেছে পুলিশ।
Leave a Reply