মোঃহৃদয় হোসেন
বিশেষ প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা করা হয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে।১৫/১০/২০২০ইং বৃহস্পতিবার সকাল এগারোটায় টায় সভাটি শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহি অফিসার হাসান সাদী, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব ভূইয়া, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু, বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুজ্জামান জুয়েল, টেঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মাস্টার সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। এ সময় আসন্ন দুর্গাপূজা আগমনে উপজেলা সবকয়টি মন্দিরে যাতে সুন্দর ও সুশৃংখলভাবে পূজা উদযাপন করতে পারে এ ব্যাপারে সার্বিক আলোচনা করা হয়।আরো বলা হয় পূজা চলাকালীন সময়ে আযান এবং নামাজ সময় চলাকালীন সকল প্রকার ঢাক,ঢোল,র্ডাম,বাজনার উপর সম্পূর্ন নিষেধাজ্ঞা।নামাজ শেষে পূর্ণরায় তারা তাদের সকল অনুষ্ঠান পরিচালনা করিবেন।আরো জানান, দল মত নির্বিশেষে সকলকে পূজার উৎসব উৎযাপন করিতে বলা হয়েছে।পূজা চলাকালীন পূজা মন্ডব গুলিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে বিশেষ পুলিশ মোতায়েন করার জন্য বলা হয়।
Leave a Reply