মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে মায়ের উপর অভিমান করে সামিয়া আক্তার প্রেমা (১৩) নামে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রী কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। প্রেমা উপজেলার চোপীনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া গ্ৰামের আব্দুস সোবাহান পুটুর মেয়ে। সে উপজেলার ডেমাজানী আসাতননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল। প্রেমার বাবা আব্দুস সোবাহান পুটু জানান, গত শনিবার রাতে টিভি দেখা নিয়ে প্রেমার মা তাকে বকা দেয়। মায়ের ওপর অভিমান করে সবার অজান্তে কীটনাশক পান করে প্রেমা।জানতে পেরে ওই রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় প্রেমার মৃত্যু হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হুমায়ন কবির জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের হাতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply