মোঃ মিজানুর রহমান মিলন, শাজাহানপুর ( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে এক মাদকসেবীকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিলো এলাকাবাসী। গত শুক্রবার মধ্যরাতে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ জামতলা এলাকায় এই ঘটনা ঘটে। মাদকসেবীর নাম আব্দুর রহিম, সে রহিমাবাদ জামতলা এলাকার আতাহার আলীর ছেলে। জানা যায়, ওই রাতে রহিমাবাদ উত্তর পাড়া এলাকার ভ্যান চালক আলমগীর হোসেনের বাড়ির জানালা দিয়ে চুরির উদ্দেশ্যে উঁকি মারছিল। এ সময় বাড়িওয়ালা টের পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে এলাকাবাসী এসে মাদকসেবী আব্দুর রহিম কে ধরে ফেলে এবং তার উপর ক্ষিপ্ত হয়ে মারধর করে। পরে স্থানীয় মেম্বার তাজুল ইসলামের সহায়তায় পুলিশের হাতে তুলে দেয়। পরে শুক্রবার দুপুরে পুলিশ তাকে মাদক মামলায় চালান করে।
Leave a Reply