শরিয়তপুর থেকে আকতার হোসেনের প্রতিবেধন:
শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে পদ্মা নদীর বিভিন্ন ইস্হানে মা-ইলিশ রহ্মা অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন নবাগত ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মো:নজরুল ইসলাম মহোদয় এর নেতৃত্ব ও সখিপুর থানা পুলিশের সহযোগিতায় আজ ১৪/১০/২০২০/ইং,মা-ইলিশ রহ্মা ২২দিনের অভিযানে এর প্রথম দিনেই ভেদরগঞ্জ সখিপুর এর পদ্মা নদীর বিভিন্ন ইস্হানে অভিযান পরিচালনা করে ৫০০০ মিটার কারেন্ট জাল জব্দ করেন।
জব্দ কৃত অবৈধ কারেন্ট জাল স্হানীয় জনোগনের সামনেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
Leave a Reply