মজিব শতবর্ষ উপলহ্মে সবুজ বাংলাদেশ গড়ার লহ্মে, ২০২০ সালের মাইজভান্ডারীর বৃহ্ম রোপন কার্যক্রম।
পার্লামেন্ট অফ ওয়াল্ড সুফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্টাতা, আওলাদে রাসুল (দ) শাহ্সুফী সৈয়দ সাইফুদ্দীন আহমেদ আলহাসানী ওয়াল হোসাইনী মাইজভান্ডারীর নির্দেশে,
হযরত সৈয়দ মইনুদ্দিন আহমেদ মাইজভান্ডারী ট্রাষ্টের ব্যাবস্হাপনায়:
আজ বিকেলে মইনিয়া যুব ফোরাম শরিয়তপুর জেলার উদ্যােগে বৃহ্ম রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময় উপস্হিত ছিলেন মইনিয়া যুব ফোরামের শরিয়তপুর জেলার নেতৃবৃন্দ, ও আন্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারীয়ার নেতৃবৃন্দ।
০৪টা ০১মিনিটে বৃহ্ম রোপন কর্মসূচি হয়,
০৪টা ৩০মিনিটে সাইফিয়া ব্লাড ব্যাংকের কর্মসূচি হয়,
০৫টা ৩০মিনিটে আলোচনা ও দোয়া হয়।
Leave a Reply