শরিয়তপুর থেকে আকতার হোসেনের প্রতিবেধন:
শরিয়তপুরে ভেদরগঞ্জ পৌরসভা প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্টান,
প্রধান অতিথি: পানি সম্পদ উপমন্ত্রী, এনামুল হক শামীম।
উদ্বোধক:নাহিম রাজ্জাক, এমপি।
বিশেষ অতিথি:ইকবাল হোসেন অপু, এমপি।
পারভীন হক সিকদার, এমপি।
প্রধান বক্তা: জনাব মো: হেলালুদ্দিন আহমদ, সিনিয়র সচিব,স্হানীয় সরকার ভিবাগ পল্লী উন্নয়ন সমবায়।
বিশেষ অতিথি: জনাব মো:আনিছুর রহমান সিনিয়র সচিব, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ।
বিশেষ অতিথি: জনাব আখতার হোসেন, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়।
বিশেষ অতিথি: আব্দুর রশিদ খাঁন, প্রধান প্রকৌশলী,।
(প্রমৃখ)।
অনুষ্টান সভাপতিত্ব করেন
হাজী আব্দুল মান্নান হাওলাদার,বারবার নির্বাচীত সফল
মেয়র, ভেদরগঞ্জ পৌরসভা।
Leave a Reply