মোঃ আনোয়ার হোসেন,
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
শব্দ দূষণ রোধে ঝিনাইদহ শহরে যত্রতত্র মাইকিং বন্ধের দাবিতে শুক্রবার(১ জানুয়ারী) বিকেলে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ প্রেসক্লাব ভি আই পি মিলনায়তনে যুব ফেডারেশন, ঝিনাইদহ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে শব্দ দূষনের কুফল ও করণীয় নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন যুব ফেডারেশন এর আহ্বায়ক এস এম রবি।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ কলেজের সবেক অধ্যক্ষ খোন্দকার হাফিজ ফারুক, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সাধারণ সম্পাদক এ্যাড.লিয়াকত আলী, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি ঝিনািদহ জেলা শাখার সহ-সভাপতি এ্যাড.কানন কুমার দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোট ঝিনাইদহ জেলা শাখার এক অংশের সভাপতি একরামুল হক লিকু, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিজান, সাংগঠনিক সম্পাদক বি এম আনোয়ার হোসেন, শাহানাজ পারভীন সেতু, সুরভী রেজা।
Leave a Reply