স্টাফ রিপোর্টার : সাংবাদিক মোঃ ইকবাল মোরশেদ।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের বিন্নাগারী গ্রামে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টা করেন মোক্তার আলী (৬০) নামে এক বৃদ্ধা।
গত(১৮ই ডিসেম্ববর) প্রতিবন্ধী কিশোরী(১৯)কে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোক্তার আলী(৬০) বিন্নাগারী এলাকা থেকে তাকে গ্রেফতার করেছেন আদিমারী থানার পুলিশ।
স্থানীয়রা ও পুলিশ জানায়, বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে বাড়িতে রেখে গত বৃহস্পতিবার দুপুরে তার বিধবা মা বাইরে যান।এ সময় বাড়িতে মেয়েটিকে একা পেয়ে মোক্তার আলী তাকে ডেকে পাশের সুপারি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় স্থানীয় এক নারী বিষয়টি দেখতে পেয়ে ধাওয়া করলে মোক্তার আলী পালিয়ে যান।
পরে ওই নারী বিষয়টি কিশোরীর মা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের জানালে পরদিন সকালে স্থানীয়ভাবে শালিশী বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক মেয়েটির মা বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আদিতমারী থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত মোক্তার আলীকে গ্রেফতার করে।
ওই কিশোরীর মা বলেন, লম্পট মোক্তার আলী দীর্ঘদিন ধরে বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলো। তার পরিবারকে বিষয়টি জানানের পরও কোনও কাজ হয়নি। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে কেউ না থাকায় মেয়েকে একা পেয়ে ফুসলিয়ে সুপারী বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাদীর অভিযোগের পেক্ষিতে মোক্তার আলীকে গ্রেফতার করা হয়েছ
Leave a Reply