মোঃ দাউদ জোয়াদ্দার ক্রাইম রিপোর্টার
আজ মঙ্গ লবার,(১৭ নভেম্বর ২০২০)ভোর সাড়ে ৬টায় এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে লামায় আসছিল। ড্রাইবারকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় জনগণ লামা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গাড়ীর নাম্বার চট্রমেটো ট ১১-০১৬৩।
স্থানীয় জনসাধারণ থেকে জানা যায় চকোরিয়া থেকে মিরিঞ্জা আসা পযন্ত গাড়ি ব্রেক কাজ করছে, যখন মিরিঞ্জা ডালু নামতে ছিল তখন আর ব্রেকে কাজ করছে না, শেষে আর নিয়ন্ত্রণ রাখেতে না পেরে দুর্গঠনায় পতিত হয়।লামা ট্রাফিক পুলিশ দুর্গটনা স্থল পরিদর্শন করে লামা থানাকে অবহিত করেন। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেন লামা সদর ইউপি ১নং ওর্য়াড মেম্বার আবু সুফিয়ান। এবং দুর্ঘটনা কৃত ট্রাকের মালামাল ও ট্রাক উদ্ধার করা হচ্ছে।
Leave a Reply