লন্ডনের ব্রিকলেনে জৈন্তিয়ার শিক্ষার্থীদের আলোচনা সভা
বৃহত্তর জৈন্তিয়াবাসীর দীর্ঘদিনের দাবি-দাওয়াগুলো আদায়ের লক্ষ্যে একটি বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তোলার পরিকল্পনাকে সামনে রেখে শুক্রবার (২১ জুলাই) বিকেলে লন্ডন শহরের ব্রিকলেনে বৃহত্তর জৈন্তিয়ার কিছু শিক্ষার্থী সমবেত হন।
উপস্থিত শিক্ষার্থীরা জৈন্তিয়ার বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার ওপর আলোচনা করেন। আলোচনায় বৃহত্তর জৈন্তিয়ার গ্যাসের দাবিটি প্রাধান্য পায়। এ দাবি বাস্তবায়নের লক্ষ্যে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন কীভাবে গড়ে তোলা যায় সে ব্যাপারে সবাই বিভিন্ন মতামত ব্যক্ত করেন। এসকল মতামতের ভিত্তিতে সভায় কিছু সিদ্ধান্ত গৃহীত হয় যার মধ্যে যুক্তরাজ্যে বসবাসরত জৈন্তিয়ার শিক্ষার্থীদের নিয়ে একটি সংগঠন গড়ে তোলার পরিকল্পনাটি অন্যতম।
সভায় উপস্থিত ছিলেন আসিফ আজহার, সাজ্জাদুর রহমান সাগর, ইকবাল আহমদ, আনোয়ার হোসেন সবুজ, বুরহান উদ্দিন, কে আর সোহান, আলি আহসান, বেদন আহমদ বাধন, মো: আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
Leave a Reply