মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
“আবর্জনা মুক্ত শহর গড়ি” নামক একটি ইভেন্টের আয়োজন করে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) লক্ষ্মীপুর জেলা।
গত ১০ আক্টোবর, শনিবার বিকেলে প্রায় অর্ধশত ভলেন্টিয়ার এর উপস্থিতিতে লক্ষ্মীপুর সদরের বঙ্গবন্ধু চত্বর ও উত্তর তেুহনী স্টেশন সহ উল্লেখযোগ্য স্থান গুলোতে একদল তরুণ হলুদ সৈন্যদের সাথে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করা হয়।
এইসময়ে উপস্থিত ছিলেন, বিভিডি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফ বাবু,বিভিডি জেলা শাখার কমিটি মেম্বার সহ সাধারণ ভলেন্টিয়ারগন।
উক্ত, ইভেন্টর লিডার হিসেবে দায়িত্ব পালন করেন, বিভিডি লক্ষ্মীপুর জেলার কমিটি মেম্বার সামিদুল ইসলাম, কো লিডার হিসেবে ছিলেন, ইয়াছিন আরাফাত ও নুরউদ্দিন জাবেদ।
এইছাড়াও, উক্ত ইভেন্টটি সফল করার জন্য কাজ করেছেন, বিভিডি লক্ষ্মীপুর জেলার কমিটি মেম্বার রাকিব আল হাসান, সাজ্জাদ সহ আরো অনেকেই।
Leave a Reply