মুকুল হোসেন,(রাজশাহী প্রতিনিধি)
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সহকারী অধ্যাপকদের ১১ দিনের ফাউন্ডেশন প্রশিক্ষণ শুরু হয়েছে।
রুয়েট প্রশাসনিক ভবনে এ কর্মশালার আয়োজন করেছে ইনস্টিটটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)।
রোববার সকালে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন রুয়েট উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সেখ। তিনি দিনব্যাপী বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত কর্মশালারও উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. মো. সেলিম হোসেন। উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. এনএইচএম কামরুজ্জামান সরকার, পরিচালক গবেষণা ও সম্প্রসারণ প্রফেসর ড. ফারুক হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আবদুল গোফফার খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. ইমদাদুল হক।
প্রশিক্ষণ কর্মশালায় রুয়েটের ৭৩ জন সহকারী অধ্যাপক অংশ নিয়েছেন।
Leave a Reply