মোঃ হৃদয় হোসেন রায়পুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কুলছুমা (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৩টার সময় উত্তর চরবংশী ইউনিয়নের আশ্রায়ন কেন্দ্রের মোল্লিক বাড়িতে এ ঘটনা ঘটে। কুলছুমা একই এলাকার মো. মিজানের স্ত্রী। হাজিমারা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মিজান ঘটনার সতস্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদেও জন্য স্বামী মিজানকে আটক করা হয়েছে।
নিহতের ভাই মো. মনির হোসেন বলেন, আমার বোনকে পিটিয়ে হত্যা করে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে। স্থানীয়রা ও ইউপি সদস্য মো. রোকন দেওয়ান বলেন, নিহত কুলছুমাকে নির্যাতন করে হত্য করা হতে পারে। কারণ এর আগে অনেকবার কুলছুমা আমাকে তার স্বামীর অত্যাচার নির্যাতনের কথা জানিয়েছে।
হাজিমারা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মিজান জানান, সকালে খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply